- প্রতিষ্ঠান সম্পর্কে
সাগর বনানী মধুপ কুজনে সাতক্ষীরা মোহময়
পথিক সুজনে ডাকে নির্জনে প্রাণের বারতা কয়।
পল্লীর কোল ঘেষে বেতনা নদীর তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জীবন গড়ার বাস্তব প্রতিবিম্ব ,প্রকৃতির এক বিষ্ময়কর অবদান পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।
পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় (নেহালপুর) এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি| সাতক্ষীরা জেলার সদর উপজেলার বেত্রাবতী নদীর তীরবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৮ নং ধুলিহর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান এবং বিশিষ্ঠ সমাজসেবক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা স, ম, আব্দুর রউফ সাহেব ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি আর মেধা দিয়ে সহযোগীতা করেন মাষ্টার দুলাল চন্দ্র রায়, হরিপদ গাইন, অমূল্য বিশ্বাস, আঃ মোন্তাজ সরদার, মোঃ আব্দুল জলিল, ওবায়দা খাতুন প্রমুখ। অত্র পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়টি” উপজেলার ৮ নং ধুলিহর ইউনিয়নের নেহালপুর নামক স্থানে ০১/০১/১৯৭১ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |
বিদ্যালয়টির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ৩০০ জন | নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল এলাকা বাসীর গৌরব পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।